দেশের বিভিন্ন জায়গায় অপ্রচলিত শক্তি সংক্রান্ত বেশ কয়েকটি সংস্থা গড়ে তোলা হয়েছে।এই সংস্থাগুলি প্রশিক্ষণের ব্যবস্থা করে। পাশাপাশি অপ্রচলিত শক্তি সংক্রান্ত পরিকল্পনা রূপায়নের ক্ষেত্রেও উপযুক্ত ভূমিকা গ্রহণ করে। দেশে অপ্রচলিত বিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে অন্যতম সৌরবিদ্যুৎ এবং বায়ু বিদ্যুৎ প্রকল্প। ভৌগলিক বৈচিত্রের দেশ ভারতবর্ষে সূর্যকিরণের অভাব নেই,অভাব নেই বায়ুশক্তিরও। সূর্যকিরণের প্রাপ্তির ক্ষেত্রে আমাদের দেশের অবস্থান পৃথিবীর দেশগুলির মধ্যে ওপরের দিকেই রয়েছে। এ দেশে বছরে সূর্যকিরণ থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ ৫ হাজার কিলোওয়াট ট্রিলিয়ন আওয়ার।প্রকৃতির এই দানকে কাজে লাগিয়ে দেশে বিদু্যৎ উৎপাদনের কাজ চলছে পুরোদমে। সৌর বিদু্যৎ উৎপাদনের জন্য কেন্দ্রীয় সরকার হাতে নিয়েছে সোলার মিশন প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য দেশে ২০১৩ সালের মধ্যে ১ গিগাওয়াট এবং ২০২০ সালের মধ্যে ২০ গিগাওয়া সৌর বিদ্যুৎ উৎপাদন করা। এ ব্যাপারে গুজরাট ও রাজস্থান সরকারের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। গুজরাট সরকার ২০০৯ সালে তাদের সৌর বিদ্যুৎ নীতি ঘোষণা করেছে যার অন্যতম হল অনেকগুলি সৌর পার্ক গঠন করা। ইতিমধ্যে পাটান জেলায় তারা গঠন করেছে চারানকাকা সোলার পার্ক। এবং সেখানে উৎপাদন ক্ষমতা সৃষ্টি হয়েছে ২২১ মেগাওয়াট। এইসব পার্ক গঠনের একটি অন্যতম উদ্দেশ্য,সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে সরকারের সহযোগিতায় সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে পুরোদমে। তাছাড়া বহুতল আবাসনগুলির ছাদের ওপর সৌরকোষ বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে সরকার এই সব আআসনগুলিকে নির্দেশ দিয়েছে। তবে বেশিরাগ আবাসনই অবশ্য নির্দেশ উপেক্ষা করে চলেছে।
এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে গেলে সার্বিকভাবে দেশে বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সেই মতোই গড়ে উঠেছে প্রশিক্ষণ কেন্দ্রগুলি।
ভাইস চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর
নন-কনভেনশনাল এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ অন্ধ্রপ্রদেশ (এনএডিসিএপি) লিমিটেড
৫-৮-২০৭/২ পিসগা কলোনি, নামপল্লি
হায়দরাবাদ – ৫০০০০১
ফোন – ০৪০-২৩২০১১৭২ (অ)
ফ্যাক্স – ০৪০-২৩২০১৬৬৬
ই-মেল - nedcap@ap.nic.in
ওয়েবসাইট - http://nedcap.gov.in/
যোগাযোগ করুন : আলেশ্বর চারি
প্রজেক্ট ডিরেক্টর
ফোন – ০৪০-২৩২০২২৬২
মোবাইল – ০৯০০০০৮১০২৩
চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর
তামিলনাড়ু এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (টেডা)
ইভিকে সম্পথ বিল্ডিং
চেন্নাই – ৬০০০০৬
ফোন – ০৪৪-২৮২২৪৮৩০/২৮২৩৬৫৯২
ফ্যাক্স – ০৪৪-২৮২২২৯৭১
ই-মেল - info@teda.in
ওয়েবসাইট - http://www.teda.in/
যোগাযোগ করুন – ক্রিস্টোফার ডানিয়েল/অনিতা
ফোন – ০৪৪-২৮২৩৬৫৯২/০৯৭১০৫৩৮১০০
ই-মেল - :tedasolar@gmail.com
ম্যানেজিং ডিরেক্টর
কর্ণাটক রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড
৩৯ ‘শান্তিগ্রুহ’
ভারত স্কাউটস অ্যান্ড গাইড বিল্ডিং
প্যালেস রোড, বেঙ্গালুরু – ৫৬০০০১
ফোন – ০৮০-২২২০৭৮৫১/২২২০৮১০৯
ফ্যাক্স – ০৮০-২২২৫৭৩৯৯
ই-মেল - kredlmd@gmail.com
ওয়েবসাইট - http://kredl.kar.nic.in
যোগাযোগ করুন – মিঃ প্রভাকর
ফোন – ০৯৪৮০৬৯১০৬৯
দ্য ডিরেক্টর
এজেন্সি ফর নন–ডেভেলপমেন্টাল এনার্জি অ্যান্ড রুরাল টেকনোলজি (এএনইআরটি)
পিএমজি – ল কলেজ রোড
পোস্ট বিকাশ ভবন
তিরুঅনন্তপুরম – ৬৯৫০৩৩
ডিরেক্টর’স অফিস – ০৪৭১-২৩২৯৮৫৪
ফোন – ০৪৭১-২৩৩৮০৭৭/২৩৩৪১২২/২৩৩৩১২৪/২৩৩১৮০৩
ফ্যাক্স – ০৪৭১-২৩২৯৮৫৩
ই-মেল - director@anert.in
ওয়েবসাইট - http://anert.gov.in/
যোগাযোগ করুন – অজিত কুমার
মোবাইল – ০৯৪৯৫৯২১৩৫৩
সর্বশেষ সংশোধন করা : 11/15/2019