অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

পশ্চিমাঞ্চলের সংস্থা

পশ্চিমাঞ্চলের সংস্থা

ভূমিকা

দেশের বিভিন্ন জায়গায় অপ্রচলিত শক্তি সংক্রান্ত বেশ কয়েকটি সংস্থা গড়ে তোলা হয়েছে।এই সংস্থাগুলি প্রশিক্ষণের ব্য‌বস্থা করে। পাশাপাশি অপ্রচলিত শক্তি সংক্রান্ত পরিকল্পনা রূপায়নের ক্ষেত্রেও উপযুক্ত ভূমিকা গ্রহণ করে। দেশে অপ্রচলিত বিদ্য‌ুৎ প্রকল্পগুলির মধ্য‌ে অন্য‌তম সৌরবিদ্য‌ুৎ এবং বায়ু বিদ্য‌ুৎ প্রকল্প। ভৌগলিক বৈচিত্রের দেশ ভারতবর্ষে সূর্যকিরণের অভাব নেই,অভাব নেই বায়ুশক্তিরও। সূর্যকিরণের প্রাপ্তির ক্ষেত্রে আমাদের দেশের অবস্থান পৃথিবীর দেশগুলির মধ্য‌ে ওপরের দিকেই রয়েছে। এ দেশে বছরে সূর্যকিরণ থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ ৫ হাজার কিলোওয়াট ট্রিলিয়ন আওয়ার।প্রকৃতির এই দানকে কাজে লাগিয়ে দেশে বিদু্য‌ৎ উৎপাদনের কাজ চলছে পুরোদমে। সৌর বিদু্য‌ৎ উৎপাদনের জন্য‌ কেন্দ্রীয় সরকার হাতে নিয়েছে সোলার মিশন প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য‌ দেশে ২০১৩ সালের মধ্য‌ে ১ গিগাওয়াট এবং ২০২০ সালের মধ্য‌ে ২০ গিগাওয়া সৌর বিদ্য‌ুৎ উৎপাদন করা। এ ব্য‌াপারে গুজরাট ও রাজস্থান সরকারের উদ্য‌োগ প্রশংসার দাবি রাখে। গুজরাট সরকার ২০০৯ সালে তাদের সৌর বিদ্য‌ুৎ নীতি ঘোষণা করেছে যার অন্য‌তম হল অনেকগুলি সৌর পার্ক গঠন করা। ইতিমধ্য‌ে পাটান জেলায় তারা গঠন করেছে চারানকাকা সোলার পার্ক। এবং সেখানে উৎপাদন ক্ষমতা সৃষ্টি হয়েছে ২২১ মেগাওয়াট। এইসব পার্ক গঠনের একটি অন্য‌তম উদ্দেশ্য‌,সৌর বিদ্য‌ুৎ উৎপাদনের ক্ষেত্রে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে সরকারের সহযোগিতায় সৌরবিদ্য‌ুৎ উৎপাদনের কাজ চলছে পুরোদমে। তাছাড়া বহুতল আবাসনগুলির ছাদের ওপর সৌরকোষ বসিয়ে বিদ্য‌ুৎ উৎপাদন করতে সরকার এই সব আআসনগুলিকে নির্দেশ দিয়েছে। তবে বেশিরাগ আবাসনই অবশ্য‌ নির্দেশ উপেক্ষা করে চলেছে।

এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে গেলে সার্বিকভাবে দেশে বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সেই মতোই গড়ে উঠেছে প্রশিক্ষণ কেন্দ্রগুলি।

গোয়া

মেম্বার সেক্রেটারি

গোয়া এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি

ডিএসটি অ্যান্ড ই বিল্ডিং

প্রথম তল

সালিগাও প্ল্যাটো

সেমিনারির বিপরীতে, সালিগাও, বারদেজ

গোয়া – ৪০৩৫১১

ফোন – ৮৩২-২৪০৭১৯৪, ২৪০৭১১২, ২৭১১৯৪

ফ্যাক্স - ৮৩২-২৪০৭১৯৪

ই-মেল -  edagoa@yahoo.com

ওয়েবসাইট - http://geda.goa.gov.in/

যোগাযোগ করুন – কালিদাস শেঠ

ফোন - ৮৩২-২৪০৭১৯৪, ৯৯২৩৬৫৩৬৯৫

ই-মেল - gedagoa@yahoo.com

মহারাষ্ট্র

ডিরেক্টর জেনেরাল

মহারাষ্ট্র এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (মেডা)

এস নং ১৯১/এ, ফেজ ১, দ্বিতীয় তল

এমএইচএডিএ কমার্শিয়াল কমপ্লেক্স

ট্রাইডাল নগরের বিপরীতে, ইয়েরওয়াড়া

পুনে – ৪১১০০৬

ফোন – ০২০-২৬৬১৪৩৯৩/২৬৬১৪৪০৩/২৬৬১৫৩২২

ফ্যাক্স – ০২০-২৬৬১৫০৩২

ই-মেল -  meda@vsnl.com, mahaurjamumbai@yahoo.com, dg.meda@nic.in

ওয়েবসাইট -  http://www.mahaurja.com

যোগাযোগ করুন – এইচ এম কুলকার্নি

ই-মেল - solar@mahaurja.com

গুজরাত

ডিরেক্টর

গুজরাত এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (গেডা)

চতুর্থ তল, ব্লক ১১ ও ১২

উদ্যোগ ভবন, সেক্টর ১১

গান্ধীনগর – ৩৮২০১৭, গুজরাত

ফোন - +৯১-০৭৯-২৩২৫৭২৫১/৫২/৫৩/৫৪

ফ্যাক্স - +৯১-০৭৯-২৩২৫৭২৫৫, ২৩২৪৭০৯৭

ই-মেল -  info@geda.org.in, director@geda.org.in

ওয়েবসাইট - http://geda.gujarat.gov.in/

যোগাযোগ করুন – এস বি পাতিল, ডিরেক্টর

ফোন – ০৭৯-২৩২৫৭২৫১/৫২

ই-মেল - sbpatil@geda.org.in

সূত্র : ভারত সরকারের নতুন ও পুনর্নবীকরণযোগ্য‌ শক্তি মন্ত্রক

সর্বশেষ সংশোধন করা : 11/14/2019



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate