সোলার ওয়াটার পাম্প জল পাম্প করে তোলার জন্য সৌরশক্তির ব্যবহার করে।
সৌরশক্তি চালিত ফোটোভোলটাইক সিস্টেমে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে এই পাম্প চলে। ফোটোভোলটাইক সংযোগ সৌরশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে যা মোটর পাম্প সেট চালানোর কাজে ব্যবহৃত হয়। পাম্প খোলা পাতকুয়ো বা ঢাকা পাতকুয়ো, পুকুর, খাল থেকে জল পাম্প করে তোলে। সোলার প্যানেল বসানোর জন্য ছায়াবিহীন জায়গা দরকার।
১৮০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন ফোটোভোলটাইক সেল ও ২ হর্স পাওয়ার শক্তিসম্পন্ন পাম্প প্রতি দিন ৬-৭ মিটার নীচে থেকে ১.৪ লক্ষ লিটার জল তোলে। ৫-৮ একর বহুফসলি জমিতে সেচের জল দেওয়ার জন্য তা যথেষ্ট।
এসপিভির ক্ষমতা |
মোট উচ্চতা মিটারে |
সোলার পিভি (ওয়াট) |
খরচ |
---|---|---|---|
২ হর্স পাওয়ারের সারফেস পাম্প |
১০ |
১৮০০ |
২,৯০,০০০টাকা |
৪.৬ হর্স পাওয়ারের সাবমারসিবল পাম্প |
৩০ |
৪৮০০ |
৭,১৫,০০০টাকা |
সূত্র : www.hareda.gov.in
সর্বশেষ সংশোধন করা : 6/25/2020