অরুনিম (অ্যাসোশিয়েশন ফর রিহ্যাবিলিটেশন আন্ডার ন্যাশনাল ট্রাস্ট ইনিশিয়েটিভ অফ মার্কেটিং) সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের বিধিবদ্ধ সংস্থা জাতীয় ট্রাস্টের অধীনে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের তৈরি বিভিন্ন দ্রব্যের নকশা, উৎপাদন প্রক্রিয়া এবং প্যাকেজিং এবং মার্কেটিং সংক্রান্ত জাতীয় ট্রাস্ট্রের এই উদ্যোগ তাদের স্বাধীনভাবে আত্মসম্মানের সঙ্গে বাঁচতে সাহায্য করে।
অরুনিমের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে:
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন : http://www.arunim.in/Index.aspx?Mkey=69&lKey=1
রাজ্য সরকার, জেলা কালেক্টর, নথিভুক্ত সংস্থা, এলএলসি, তথ্য কেন্দ্র এবং এসএনএসি সহযোগিতায় জাতীয় ট্রাস্ট্র বিভিন্ন আগ্রহবৃদ্ধিকারী কর্মসূচি নিয়ে থাকে। এই কর্মসূচি জেলা প্রশাসন, মা-বাবা, পেশাদার, এনজিও এবং মিডিয়াকর্মীদের জন্য নেওয়া হয়ে থাকে। এই কমর্সূচিগুলি অনুষ্ঠিত হয় লাইভ স্যাটেলাইট ভিডিও কন্ফারেন্সিং-এর মাধ্যমে জেলাস্তরে, বিভাগীয় স্তর এবং রাজ্যস্তরে। এসএনএসি/এসএনএপি-র মাধ্যমে এ বছর ৬৬০ সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে।
ডিসএবিলিটি ইকিউটি ট্রেনিং প্রোগ্রাম তৈরি করা হয়েছে স্থানীয় স্তরের কমিটি সদস্যদের আরও প্রশিক্ষিত করে তোলার লক্ষ্য নিয়ে। এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে দুস্তরীয় পরিকল্পনা নেওয়া হয়েছে।
জোনাল স্তরে এই প্রশিক্ষকদের বলা হয় জোনাল টেকনিক্যাল রিসোর্স ট্রেনার (জেডটিআরটি। এলএলসি সদস্যদের প্রশিক্ষণ দিয়ে থাকে স্টেট নোডাল এজেন্সি সেন্টার।
সর্বশেষ সংশোধন করা : 4/22/2020