অর্টিজম, সেলিব্রাল পালসি, মানসিক প্রতিবন্ধী এবং একাধিক প্রতিবন্ধকতায় আক্রান্ত ব্যক্তিকে আর্থিক ভাবে স্বর্নিভর করে তোলার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে।
উপরিউক্ত ব্যক্তিদের প্রতিবন্ধকতা অন্য প্রতিবন্ধীদের তুলনায় কিছুটা স্বতন্ত্র হওয়ায় জীবিকা অর্জনের ক্ষেত্রেও তারা কার্যত প্রান্তিক হয়ে যায়। আশ্চর্যজনক ভাবে দেখা গেছে ওই ব্যক্তিদের কিছুটা সুযোগ দিলে, বিভিন্ন ক্ষেত্রে তারা পৃথিবীর সেরার সমান কাজ করে দেখায়। সে দিকে তাকিয়ে ওই সব ব্যক্তিদের বিভিন্ন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের ব্যবস্থা করে তাদের স্বর্নিভর হতে সহায়তা করা হয়।
আর্থিক কাজকর্মের জন্য ঋণ পেতে ইনসেনটিভ দেওয়া হবে।
এক লক্ষ টাকা ঋণের অঙ্কের উপর বিপিএল তালিকাভুক্ত ব্যক্তির ক্ষেত্রে ৫ শতাংশ এবং অন্যান্য শ্রেণিভুক্তদের জন্য ৩ শতাংশ ইনসেনটিভ দেওয়া হয় প্রতি বছরে, পাঁচ বছর পর্যন্ত।
প্রতি বছর ১০০০ ব্যক্তিকে ঋণ দেওয়া এই প্রকল্পের লক্ষ্য।
প্রতিটি অনুমোদিত ক্ষেত্রে উপর পর্যবেক্ষণ চালাবে এসএনএসি/ স্বীকৃত এজেন্সি। প্রতি ঋণ- বছরের শেষে একটি বার্ষিক রিপোর্ট দেবে ওই সংস্থাটি যার উপর ভিত্তি করে বার্ষিক ইনসেনটিভ দেওয়া হবে।
ঋণের সময়কাল শেষ হয়ে গেলেও পরবর্তী ৫ বছর পর্যবেক্ষণ চালাবে প্রকল্পের কার্যকারিতা লক্ষ রাখার জন্য।
আবেদনপত্রের সঙ্গে যা দিতে হবে
বিস্তারিত জানতে ক্লিক করুন : http://www.thenationaltrust.co.in/nt/index.php?option=com_content&task=view&id=113&Itemid=170
সর্বশেষ সংশোধন করা : 6/3/2020