কম খরচে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সহায়ক যন্ত্রপাতি ক্রয়ের জন্য সরকারের একটি উদ্যোগ হল এই প্রকল্প। প্রতিবন্ধী ব্যক্তির সামাজিক, অর্থনৈতিক ও বৃত্তিমূলক পুনর্বাসনের জন্য অপরিহার্য যে সব যন্ত্রপাতি, তা প্রদানের বিষয়টি গুরুত্ব পায় প্রতিবন্ধী (সম-সুযোগ, অধিকার রক্ষা এবং পুর্নঅংশগ্রহণ) আইন ১৯৯৫ তৈরি হওয়ায়। যা কার্যকর হয় ১৯৯৬ সালে।
বিভিন্ন সমীক্ষায় জানা যায় দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের একটি বড় অংশ দারিদ্রসীমার নীচে বসবাস করে। এই প্রতিবন্ধকতা তাদের বিভিন্ন সময় কর্মময় জীবন থেকে দূরে থাকতে বাধ্য করে। তবে আধুনিক প্রযুক্তি এই সব ব্যক্তিকে সুযোগ করে দিয়েছে সমাজের মূলস্রোতে ফিরে আসতে। আর্থিক ভাবে স্বনির্ভর হতে। হুইল চেয়ার, কৃত্রিম পা, ক্র্যাচের সাহায্যে খোঁড়া মানুষ প্রায় স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছেন। একই ভাবে যাঁরা কানে কম শুনতে পান, তাঁরা কানে হেয়ারিং এড লাগিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। তেমনি যাঁরা চোখে কম দেখতে পানে চশমা লাগিয়ে স্বাভাবিক কাজকর্ম করছেন। কিন্তু অনেক সময়ই অর্থের অভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা আধুনিক প্রযুক্তি সুবিধা নিতে পারেন না।
প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় জোর দিয়ে তাঁদের প্রয়োজনীয় সহায়ক যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সহায়তা দিতেই এডিআইপি প্রকল্প চালু করা হয়েছে। যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা সহায়ক যন্ত্রপাতি থেকে বঞ্চিত না হন এবং তাঁরা আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে স্বাধীন ভাবে জীবনযাপন করেন।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন : http://ayjnihh.nic.in/aw/awareness/schemes2.html
সর্বশেষ সংশোধন করা : 5/15/2020