এই প্রকল্পের লক্ষ্য হল প্রত্যন্ত জেলাগুলিতে জাতীয় ট্রাস্টের কর্মসূচিকে পৌঁছে দেওয়া। এই প্রকল্পে মূল সংগঠন সহ প্রত্যন্ত এলাকায় এনজিও তৈরির জন্য অর্থ দেওয়া হয়। এর মাধ্যমে জাতীয় ট্রাস্টের বিভিন্ন কর্মসূচিকে সে সব এলাকায় এগিয়ে নিয়ে যাওয়া হয়।
জাতীয় ট্রাস্ট্রের অধীনে প্রকল্পগুলিতে প্রাপ্ত অনুদানের ২০ শতাংশ অতিরিক্ত অনুদান দেওয়া হয় এই প্রকল্পে। এর জন্য বিভিন্ন সময় এলাকা এবং গুরুত্ব নির্দিষ্ট করা হবে। এ ক্ষেত্রে যে বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হবে সেগুলি হল ভৌগোলিক ভাবে এলাকার দুর্গমতা, ওই এলাকায় কোনও নথিভুক্ত সংস্থা না থাকা, পরিকাঠামোর অভাব, প্রতিবন্ধীদের জন্য পরিষেবা এবং সচেতনতার অভাব ইত্যাদি।
বিস্তারিত জানতে ক্লিক করুন : http://www.thenationaltrust.co.in/nt/index.php?option=com_content&task=view&id=112&Itemid=169
সর্বশেষ সংশোধন করা : 11/12/2019