এটি একটি স্বাস্থ্য বিমা প্রকল্প। দারিদ্রসীমার নিচে বসবাসকারী ব্যক্তি এবং জাতীয় ট্রাস্ট্রের অধীনে চারটি প্রতিবন্ধকতায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এই স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করা হয়েছে। এই বিমার আওতায় বর্হিবিভাগে চিকিৎসা থেকে নগদবিহীন হাসপাতালে ভর্তির জন্য ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। এই বিমা তাদের জন্য যাদের পরিবারের আয় প্রতি মাসে ১৫,০০০ হাজার টাকা পর্যন্ত এবং সারা দেশে উচ্চ আয়ের ব্যক্তিদের ক্ষেত্রে ২৫০ টাকা মাথাপিছু (জম্মু-কাশ্মীর বাদে)।
এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আগ্রহী ব্যক্তিরা অ্যানেক্সচার–বি(http://www.thenationaltrust.co.in/nt/images/stories/Niramaya/niramayaenrollment.pdf) –তে দেওয়া নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করুন এবং নিকটবর্তী জাতীয় ট্রাস্টে রেজিস্ট্রার করা সংগঠনের সঙ্গে যোগাযোগ করুন। আবেদনটি যদি গৃহীত হয়, তবে একটি হেলথ আইডি নং/কার্ড দেওয়া হবে। এর জন্য মাঝে মাঝে নামমাত্র প্রসেসিং ফি জাতীয় ট্রাস্টকে দিতে হবে।
বিমা কোম্পানি প্রিমিয়াম নির্দিষ্ট করবে এবং স্বচ্ছ পদ্ধতিতে এটি নির্দিষ্ট হবে। নির্বাচিত প্রিমিয়াম বিমা কম্পানিকে অগ্রিম দেবে জাতীয় ট্রাস্ট।
বিস্তারিত জানতে ক্লিক করুন : http://www.thenationaltrust.co.in/nt/index.php?option=com_content&task=view&id=111&Itemid=168
সর্বশেষ সংশোধন করা : 4/20/2020