ভারতে সংবিধানের ১২ নং তফশিল ও অনুচ্ছেদে ২৪৩ কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মূল দায়িত্ব দিয়েছে পুরসভাকে। সংবিধান অনুসারে বর্জ্য ব্যবস্থাপনায় বিধিনিয়ম তৈরির ক্ষমতা প্রাদেশিক আইনসভার হাতে। পুরসভার কঠিন বর্জ্য সাফাই সংক্রান্ত নীতি নির্দেশিকায় (গাইডলাইন) বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা নেওয়া, বস্তি, হোটেল, রেস্তোরাঁ, অফিসকাছারি ও বাণিজ্যিক এলাকা থেকে বর্জ্য সংগ্রহের উপযুক্ত ব্যবস্থা, বর্জ্য পৃথক করা নিয়ে সচেতনতা কর্মসূচি, বর্জ্য প্রক্রিয়াকরণে জুতসই প্রযুক্তি গ্রহণ ইত্যাদির কথা বলা হয়েছে। বৈদ্যুতিন বর্জ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগে সাড়া দিয়ে ভারত সরকার বেশ কিছু উদ্যোগ অনুমোদন করেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই বর্জ্য ব্যবস্থাপনা খতিয়ে দেখে। পর্ষদের পক্ষ থেকে ২০০৮ সালের মার্চে প্রকাশিত হয় পরিবেশের পক্ষে সুষ্ঠু বৈদ্যুতিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নীতি নির্দেশিকা।
সর্বশেষ সংশোধন করা : 12/7/2019