ফাইটোরেমিডিয়েশন হচ্ছে মাটি, জল, তলানি ঠাঁই নাড়া না করে তাদের দূষণ মুক্ত করতে গাছপালা কাজে লাগানো। ইঞ্জিনিয়ারিংভিত্তিক পদ্ধতির পরিপূরক এই প্রক্রিয়ায় খরচপাতি কম। ফাইবার গ্লাসে তৈরি প্রিন্টেড সার্কিট বোর্ড ও অন্যান্য জৈব দূষক দূর করতে এই প্রযুক্তি সফল ভাবে প্রয়োগ করা গেছে।
বৈদ্যুতিন বর্জ্যজনিত সমস্যা সামলানো নি:সন্দেহে চাট্টিখানি কথা নয়। তবে হাল ছাড়লে চলবে না। বর্জ্য পরিশোধনের কয়েকটি প্রযুক্তি আমাদের হাতে আছে। এ বিষয়ে সামাজিক চেতনার অভাব ও বর্তমান প্রযুক্তির কিছু ঝুটঝামেলার দরুণ পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের পক্ষে এই বর্জ্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এর সমাধানে এখন দরকার পরিবেশ প্রযুক্তির (ইকো-টেকনোলজির) শরণ নেওয়া। বৈদ্যুতিন বর্জ্য থেকে ভারী ধাতু নিষ্কাশনের জন্য জীবাণদের কাজে লাগানোর পরীক্ষানিরীক্ষা সফল হয়েছে।
(ড. ফুলেকার এবং ড. পাঠক গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবেল ডেভেলপমেন্ট’- এ যথাক্রমে ডিন ও সহকারী অধ্যাপক।
email:mhfulekar@yahoo.com
email:bhawana.pathak@cug.ac.in
সর্বশেষ সংশোধন করা : 6/25/2020