বৈদ্যুতিন পণ্যের ব্যবহার যে দ্রুত হারে বাড়ছে, তার সঙ্গে সাযুজ্য রেখেই বেড়ে চলেছে বৈদ্যুতিন বর্জ্যের পরিমাণ। ব্যবহার বাড়লে, বর্জ্যও বাড়বে — এটাই স্বাভাবিক এবং অন্যান্য কঠিন বর্জ্যের মতোই তা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারকও বটে। কিন্তু এই ই-ওয়েস্ট নিষ্কাশনের কোনও চটজলদি উপায় পাওয়া মুশকিল। সমস্যা অত্যন্ত জটিল হলেও নতুন সমাধান সূত্রের খোঁজ মিলেছে। এ ক্ষেত্রে স্থানীয় জীবাণু কী ভাবে মুশকিল আসান করতে পারে, সে কথাই তুলে ধরেছেন ড. এম এইচ ফুলেকার ও ড. ভাবনা পাঠক।
সর্বশেষ সংশোধন করা : 11/14/2019