অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

গর্ভনিরোধ কী ?

স্বেচ্ছায় গর্ভধারণ রোধ করাই হল গর্ভনিরোধ। যখন ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলনের ফলে উৎপন্ন ভ্রূণবীজ গর্ভাশয়ের আবরণের সঙ্গে নিজেকে যুক্ত করে ও বড় হতে শুরু করে তাকেই গর্ভধারণ বলে। এই পদ্ধতির কথা মাথায় রেখে গর্ভধারণ রোধ করার প্রধানত পাঁচটি উপায় আছে :

  • গর্ভধারণ রোধের সবচেয়ে সহজ উপায় হল যৌনসংসর্গ এড়িয়ে চলা, অর্থাৎ পুরুষাঙ্গ বা যোনির সংযোগ না ঘটানো। এরই আর একটু পরিমার্জিত উপায় হল মহিলাদের প্রজনন বৃত্তের দিনগুলিতে পুরুষাঙ্গ-যোনির সংযোগ না করা (রিদম পদ্ধতি বা জননশক্তি সচেতনতা পদ্ধতি)।
  • আরেকটি সহজ উপায় হল ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলন ঘটতে না দেওয়া। এর জন্য রয়েছে বিভিন্ন প্রতিরোধক পদ্ধতি (মহিলা ও পুরুষদের কন্ডোম, মধ্যচ্ছদা ও গর্ভাশয়ের আবরণ (সার্ভিকাল ক্যাপ) এবং ভ্যাসেকটমি (পুরুষদের নির্বীজকরণ) ও টিউবাল লাইগেশন (মহিলাদের বন্ধ্যাত্বকরণ)।
  • তৃতীয় উপায় হল মহিলাদের শরীরে ডিম্বাণু ও পুরুষদের শরীরে শুক্রাণু উৎপাদন বন্ধ করে দেওয়া। তার মধ্যে আছে গ্রন্থিরসঘটিত পদ্ধতি, যেমন গর্ভনিরোধক ট্যাবলেট, ইনজেকশন ও চামড়ার তলায় প্রয়োগ। পুরুষ ও মহিলাদের জন্য প্রজনন-প্রতিরোধী টিকাও এই শ্রেণিতে পড়ে।
  • আরেকটি উপায় হল ভ্রূণবীজকে গর্ভাশয়ের আবরণের সঙ্গে সংযোজিত না হতে দেওয়া। এর মধ্যে আছে জরায়ুর মধ্যে যন্ত্র প্রতিস্থাপন (আইইউডি) ও নন স্টেরোয়ডাল ট্যাবলেট।
  • পঞ্চম উপায় হল, গর্ভধারণের পর ভ্রূণবীজকে নষ্ট করে দেওয়া। যেমন কৃত্রিম গর্ভপাত ও গর্ভপাত করানোর বড়ি।

অতএব, যে হেতু গর্ভাবস্থা প্রতিরোধের জন্য বিভিন্ন গর্ভনিরোধক উপায় আছে, তাই প্রত্যেককে নিজস্ব সুবিধাজনক পদ্ধতি বেছে নিতে হবে, যাতে তার স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি না থাকে। মনে রাখতে হবে এটি সারা জীবনের জন্য পাকাপাকি কোনও ব্যবস্থা নয়।

গর্ভনিরোধক বেছে নেওয়ার সময় নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখতে হবে

  • কার্যকারিতা অর্থাৎ গর্ভধারণের সম্ভাবনা কতটা ?
  • গর্ভনিরোধক পদ্ধতি কি সুরক্ষিত অথবা তার কি গুরুতর প্বার্শপ্রতিক্রিয়া আছে ?
  • এতে কি কোনও দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা আছে ?
  • স্তন্যপান করানোর ক্ষেত্রে কি এর কোনও প্রতিক্রিয়া আছে ?
  • বুকের দুধে কি গর্ভনিরোধক পদ্ধতি কোনও প্রতিক্রিয়া সৃষ্টি করে ?
  • ভবিষ্যতে ওই মহিলার সন্তান হলে কি তার স্বাস্থ্যের উপর এর কোনও প্রভাব পড়বে ?
  • এর কি কোনও বিশেষ বিধিনিষেধ আছে ? যেমন ঋতুস্রাব অনিয়মিত হয় বা জনননালীর সংক্রমণ আছে এমন মহিলা কি গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করতে পারবেন না ?
  • এই পদ্ধতি কি ব্যবহারকারী নিজেই প্রয়োগ করতে পারবেন নাকি স্বাস্থ্যসেবা প্রদানকারীর উপর নির্ভর করতে হবে ?

সর্বশেষ সংশোধন করা : 8/29/2019



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate