অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

জাতীয় তফশিলি জাতি বিত্ত ও উন্নয়ন নিগম (এনএসএফডিসি)

ভূমিকা

এনএসএফডিসি কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্য‌ায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এর কাজ হল, দারিদ্র্যসীমার দ্বিগুণ নীচে বসবাসকারী তফশিলি জাতির মানুষজনের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্য‌ে তহবিল জোগাড় করা, অর্থ সাহায্য করা এবং প্রকল্পগুলিকে কার্যে পরিণত করা। রাজ্য‌ সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোনীত স্টেট চ্য‌ানেলাইজিং এজেন্সিগুলির মাধ্য‌মে নির্দিষ্ট গোষ্ঠীগুলির জন্য‌ নেওয়া রোজগার প্রকল্পগুলিকে অর্থ সাহায্য‌ করা।

দৃষ্টিভঙ্গি, কর্তব্য, লক্ষ্য

দৃষ্টিভঙ্গি

  • দারিদ্র্যসীমার দ্বিগুণ নীচে বসবাসকারী তফশিল জাতিভুক্ত মানুষজনের জন্য‌ অর্থনৈতিক উন্নতির লক্ষ্য‌ে নেওয়া উদ্যোগগুলির অর্থ জোগানো, সেগুলিকে কার্যে পরিণত করা ও তুলে ধরা।

কর্তব্য‌

  • দারিদ্র্যসীমার দ্বিগুণ নীচে থাকা তফশিল জাতিভুক্ত বেকারদের দক্ষতা-প্রশিক্ষণ ও স্বনিযুক্তি প্রকল্পগুলির জন্য‌ সহজ শর্তে অনুদানের ব্য‌বস্থা করা।

লক্ষ্য‌

  • অন্য‌ান্য‌ সূত্র থেকে তহবিল জোগাড় করে দারিদ্র্যসীমার দ্বিগুণ নীচে বসবাসকারী তফশিলি জাতির মানুষজনের অর্থনৈতিক উন্নতির লক্ষ্য‌ে তহবিল গঠন এবং প্রকল্পগুলিকে কার্যে পরিণত করা ও তুলে ধরার জন্য‌ নির্ধারিত প্রতিষ্ঠান হল এনএসএফডিসি।

সংক্ষিপ্ত ইতিহাস

গঠন

  • ভারত সরকার ৮ ফেব্রুয়ারি ১৯৮৯ সালে জাতীয় তফশিলি জাতি বিত্ত ও উন্নয়ন নিগম (এনএসএফডিসি) নামের এই প্রতিষ্ঠানের সূচনা করে। কম্প্য‌ানিজ অ্য‌াক্ট ২০১৩-র ৮ নম্বর ধারা অনুসারে এটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন কোম্পানি।
  • এর কাজ হল, দারিদ্র্যসীমার দ্বিগুণ নীচে বসবাসকারী তফশিলি জাতির মানুষজনের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্য‌ে তহবিল জোগাড় করা ও গঠন করা এবং প্রকল্পগুলিকে কার্যে পরিণত করা। রাজ্য‌ সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোনীত স্টেট চ্য‌ানেলাইজিং এজেন্সিগুলির মাধ্য‌মে নির্দিষ্ট গোষ্ঠীগুলির জন্য‌ নেওয়া রোজগার প্রকল্পগুলিকে অর্থ সাহায্য‌ করাও এই সংস্থার কাজ।
  • একটি বোর্ড অফ ডাইরেক্টর দ্বারা নিগম পরিচালিত হয়, যাতে আছেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, রাজ্য‌ তফশিলি জাতি বিত্ত উন্নয়ন নিগমের প্রতিনিধি, আর্থিক সংস্থার প্রতিনিধি এবং তফশিলি জাতিভুক্ত বেসরকারি প্রতিনিধি।

দ্বিধাবিভক্তি

  • কেন্দ্রীয় সরকারের আদেশ অনুযায়ী এনএসএফডিসিকে দু’ভাগে ভাগ করে একটি তফশিলি জাতির জন্য‌ ও আর একটি তফশিলি উপজাতির জন্য‌ আলাদা নিগম গঠন করা হয়েছে। এনএসএফডিসি ১০ এপ্রিল ২০০১ থেকে কেবলমাত্র তফশিলি জাতির উন্নয়নের লক্ষ্য‌ে কাজ করে।

শেয়ার ক্য‌াপিটাল

  • ২০১৪-এর ৩১ মার্চ পর্যন্ত নিগমের শেয়ার ক্য‌াপিটাল ১০০০কোটি টাকা। পেড আপ শেয়ার ক্য‌াপিটাল ৮৮১ কোটি ৮০লক্ষ টাকা।

কর্মপ্রণালী

  • ১) রাজ্য‌ সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোনীত স্টেট চ্য‌ানেলাইজিং এজেন্সিগুলির মাধ্য‌মে তফশিলি জাতির জন্য‌ নেওয়া রোজগার প্রকল্পে অর্থ সাহায্য‌ করা।
  • ২) এসসিএ-র মাধ্যমে উদ্দিষ্ট গোষ্ঠীর জন্য ক্ষুদ্র ঋণের ব্য‌বস্থা করা।
  • ৩) তফশিলি জাতিভুক্ত যোগ্য ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেশে ও বিদেশে পূর্ণ সময়ের পেশাদার/কারিগরী পাঠক্রমের জন্য‌ শিক্ষাঋণের ব্য‌বস্থা করা।
  • ৪) এসসিএ-এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন কার্যক্রমে অনুদানের ব্য‌বস্থা করা।
  • ৫) এসসিএ এবং উদ্দিষ্ট গোষ্ঠীকে পরামর্শ দেওয়া।
  • ৬) এসসিএ-র দক্ষতা বৃদ্ধি করা।

জোনাল অফিস

জোনাল অফিস

জোনাল অফিসার ও ঠিকানা

এলাকা

দক্ষিণাঞ্চল

ড. ভি আর সালকুটে, জোনাল ম্য‌ানেজার, এনএসসিএফডিসি, ৫-ম তল, মেইন টাওয়ার, বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্স, ড. বি আর আম্বেদকর বিধি, ব্য‌াঙ্গালোর ৫৬০০০১, ফোন-০৮০-২৮৬৫১৭৫

অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, পন্ডিচেরি

উত্তর-পূর্বাঞ্চল

এনএসসিএফডিসি, সার্ভে বেলতলা, সমন্বয় পথ, গুয়াহাটি-৭৮১০২৮, ফোন-০৩৬১-২২৬৭৬৭৬

অরুণাচল, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, সিকিম

পূর্বাঞ্চল

এস কে পাল, জোনাল ম্য‌ানেজার, এনএসসিএফডিসি, নিউ মার্কেট ফেজ-২, ৫ম তল, কলকাতা

পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড

মধ্য‌াঞ্চল

শিব নন্দ শর্মা, জোনাল ম্য‌ানেজার, এনএফসিডিসি,বি-২, এস.ই, চতুর্থ তল, পিককাপ ভবন, গোমতী নগর, লখনউ-২২৬০১০,ফোন-০৫২২২৭২০৮৫০

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্য‌প্রদেশ এবং ছত্তিশগড়

পশ্চিমাঞ্চল

ড. ভি আর সালকুটে, জোনাল ম্য‌ানেজার, এনএসসিএফডিসি, ওশিওয়ারা এমএইচএডিএ কমপ্লেক্স, বিল্ডিং-৫, ফ্ল্য‌াট নং-০০৪, আদর্শ নগর পোস্ট অফিস, আন্ধেরি (ওয়েস্ট), মুম্বই-৪০০০৫৩, ফোন-০২২-২৬৩৬১৬২৪

মহারাষ্ট্র, গুজরাত, গোয়া, রাজস্থান, দাদরা ও নগর হাভেলি।

দিল্লি

ভি পি সিং, এজিএম, এনএসসিএফডিসি, ১৪তল, স্কোপ মিনার, কোর ১ও২, নর্থ টাওয়ার, লক্ষ্মীনগর ডিস্ট্রিক্ট সেন্টার, লক্ষ্মীনগর, দিল্লি-১১০০৯২ ফোন-২২০৫৪৩৫০, ২২০৫৪৩৯১/৯২/৯৪/৯৬

হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব ও দিল্লি

কর্মকাণ্ড ও প্রকল্প

  • ১) কৃষিকাজে সহায়তা
  • ২) কৃষি জমি ক্রয় করা
  • ৩) গাড়ি বা যন্ত্রাংশ তৈরির কারখানা
  • ৪) বেকারি
  • ৫) বাঁশের আসবাবপত্র তৈরি
  • ৬) ব্য‌ান্ড পার্টি
  • ৭) ব্য‌াটারি তৈরি
  • ৮) বিউটি পারলার হেলথ সেন্টার তৈরি করা
  • ৯) সাইকেল সারানোর দোকান
  • ১০) সাইকেলের সিট কভার তৈরি করা
  • ১১) বায়ো গ্য‌াস প্লান্ট নির্মাণ
  • ১২) ব্লাড ব্য‌া্ঙ্ক
  • ১৩) বই বাঁধাই, বইয়ের দোকান
  • ১৪) ইট তৈরি
  • ১৫) গরু-উটের গাড়ি
  • ১৬) কেবল টিভি
  • ১৭) মোমবাতি তৈরি করা
  • ১৮) কার্ড-এর দোকান
  • ১৯) কার্পেট নির্মাণ
  • ২০) গাড়ি সাজানোর জিনিস এবং আসন তৈরি করা
  • ২১) সিমেন্ট সলিড ব্লক তৈরি করা
  • ২২) কেমিস্ট, কসমেটিকের দোকান
  • ২৩) ক্লিনিকাল ল্য‌াব
  • ২৪) কাপড়ের ব্য‌াবসা
  • ২৫) নারকেল ছোবড়া শিল্প
  • ২৬) কম্পিউটার সেন্টার
  • ২৭) কম্পিউটার হার্ডওয়ার ও সার্ভিসিং
  • ২৮) তামার জিনিস এবং বাসনপত্র নির্মাণ
  • ২৯) ভেষজ উদ্ভিদের চাষ ও প্রক্রিয়াকরণ
  • ৩০) ডেয়ারি
  • ৩১) দাঁতের ডাক্তারখানা
  • ৩২) ডিপার্টমেন্টাল স্টোর
  • ৩৩) ডেস্ক টপ প্রিন্টিং
  • ৩৪)ধাবা ও রেস্তোরাঁ
  • ৩৫) ড্রাইভিং স্কুল
  • ৩৬) হাঁস প্রতিপালন
  • ৩৭) মাটি খোঁড়ার যন্ত্রপাতি
  • ৩৮) ইলেকট্রনিক সার্ভিস সেন্টার
  • ৩৯) খাতা ও রেজিস্টার তৈরি করা
  • ৪০) চোখ পরীক্ষার দোকান
  • ৪১) মাছ চাষ
  • ৪২) ফাইবার গ্লাস নির্মাণ
  • ৪৩) ফুল চাষ
  • ৪৪) গম বা চালকল
  • ৪৫) সবজি ও ফলের দোকান
  • ৪৬) খাদ্য‌ প্রক্রিয়াকরণ
  • ৪৭) আসবাবপত্র নির্মাণ
  • ৪৮) জুতো তৈরির ইউনিট
  • ৪৯) গ্য‌াস এজেন্সি
  • ৫০) রত্ন খোদাই ও পলিশ করা
  • ৫১) তেঁতুল ও আদা প্রক্রিয়াকরণ
  • ৫২) ছাগল প্রতিপালন
  • ৫৩) গ্র্য‌ানাইট টাইলস
  • ৫৪) মুদির দোকান
  • ৫৫) হস্তশিল্প
  • ৫৬) হস্ত তাঁত শিল্প
  • ৫৭) হাতে তৈরি কাগজ
  • ৫৮) হার্ডওয়ার ও রঙের ব্য‌াবসা
  • ৫৯) মুরগি প্রতিপালন
  • ৬০) মৌমাছি চাষ
  • ৬১) হর্টিকালচার
  • ৬২) হোসিয়ারি ইউনিট
  • ৬৩) পাটের সুতো ও ব্য‌াগ নির্মাণ
  • ৬৪) লন্ড্রি, ড্রাই ক্লিনিং দোকান
  • ৬৫) চামড়ার পোশাক
  • ৬৬) চামড়া প্রসেসিং
  • ৬৭) চামড়া রেক্সিনের পণ্য
  • ৬৮) চুনের ভাটা
  • ৬৯) মেশিনের দোকান
  • ৭০) মার্বেল পালিশ করা
  • ৭১) দুধ বিক্রয় কেন্দ্র
  • ৭২) মিনারেল ওয়াটার বোতলে ভরার কারখানা
  • ৭৩) মোবাইল ক্রেন
  • ৭৪) নার্সিং হোম, হাসপাতাল
  • ৭৫) নার্সারি স্কুল
  • ৭৬) গহনা পলিশ করার ইউনিট
  • ৭৭) তেল কল
  • ৭৮) মাছ ধরার বা যাত্রীবাহী নৌকা
  • ৭৯) ফটো স্টুডিও
  • ৮০) শুয়োর প্রতিপালন
  • ৮১) প্লস্টিক ব্য‌াগ তৈরি
  • ৮২) পটারি
  • ৮৩) পাউচ তৈরি
  • ৮৪) পোলট্রি
  • ৮৫) পাওয়ার টিলার
  • ৮৬) পাওয়ারলুম
  • ৮৭) চিংড়ি চাষ
  • ৮৮) ছাপাখানা
  • ৮৯) পাবলিক অ্য‌াড্রেস সিস্টেম
  • ৯০) পাম্প সেট, ক্ষুদ্র সেচ
  • ৯১) খরগোশ প্রতিপালন
  • ৯২) তৈরি পোশাকের ব্য‌বসা
  • ৯৩) রোপওয়ে
  • ৯৪) রাবার শিল্প
  • ৯৫) বৈদ্য‌ুতিন যন্ত্রের বিক্রয় ও মেরামতি
  • ৯৬) কাঠ চেরাই কল
  • ৯৭) সাপ্লাইয়ের ব্য‌বসা
  • ৯৮) কীটনাশক ও বীজের দোকান
  • ৯৯) রেশম চাষ
  • ১০০) চটি ও জুতো তৈরি।

সূত্রঃ জাতীয় তফশিলি জাতি বিত্ত ও উন্নয়ন নিগম

সর্বশেষ সংশোধন করা : 1/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate