এনএসএফডিসি কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এর কাজ হল, দারিদ্র্যসীমার দ্বিগুণ নীচে বসবাসকারী তফশিলি জাতির মানুষজনের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে তহবিল জোগাড় করা, অর্থ সাহায্য করা এবং প্রকল্পগুলিকে কার্যে পরিণত করা। রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোনীত স্টেট চ্যানেলাইজিং এজেন্সিগুলির মাধ্যমে নির্দিষ্ট গোষ্ঠীগুলির জন্য নেওয়া রোজগার প্রকল্পগুলিকে অর্থ সাহায্য করা।
জোনাল অফিস |
জোনাল অফিসার ও ঠিকানা |
এলাকা |
দক্ষিণাঞ্চল |
ড. ভি আর সালকুটে, জোনাল ম্যানেজার, এনএসসিএফডিসি, ৫-ম তল, মেইন টাওয়ার, বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্স, ড. বি আর আম্বেদকর বিধি, ব্যাঙ্গালোর ৫৬০০০১, ফোন-০৮০-২৮৬৫১৭৫ |
অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, পন্ডিচেরি |
উত্তর-পূর্বাঞ্চল |
এনএসসিএফডিসি, সার্ভে বেলতলা, সমন্বয় পথ, গুয়াহাটি-৭৮১০২৮, ফোন-০৩৬১-২২৬৭৬৭৬ |
অরুণাচল, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, সিকিম |
পূর্বাঞ্চল |
এস কে পাল, জোনাল ম্যানেজার, এনএসসিএফডিসি, নিউ মার্কেট ফেজ-২, ৫ম তল, কলকাতা |
পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড |
মধ্যাঞ্চল |
শিব নন্দ শর্মা, জোনাল ম্যানেজার, এনএফসিডিসি,বি-২, এস.ই, চতুর্থ তল, পিককাপ ভবন, গোমতী নগর, লখনউ-২২৬০১০,ফোন-০৫২২২৭২০৮৫০ |
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় |
পশ্চিমাঞ্চল |
ড. ভি আর সালকুটে, জোনাল ম্যানেজার, এনএসসিএফডিসি, ওশিওয়ারা এমএইচএডিএ কমপ্লেক্স, বিল্ডিং-৫, ফ্ল্যাট নং-০০৪, আদর্শ নগর পোস্ট অফিস, আন্ধেরি (ওয়েস্ট), মুম্বই-৪০০০৫৩, ফোন-০২২-২৬৩৬১৬২৪ |
মহারাষ্ট্র, গুজরাত, গোয়া, রাজস্থান, দাদরা ও নগর হাভেলি। |
দিল্লি |
ভি পি সিং, এজিএম, এনএসসিএফডিসি, ১৪তল, স্কোপ মিনার, কোর ১ও২, নর্থ টাওয়ার, লক্ষ্মীনগর ডিস্ট্রিক্ট সেন্টার, লক্ষ্মীনগর, দিল্লি-১১০০৯২ ফোন-২২০৫৪৩৫০, ২২০৫৪৩৯১/৯২/৯৪/৯৬ |
হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব ও দিল্লি |
সূত্রঃ জাতীয় তফশিলি জাতি বিত্ত ও উন্নয়ন নিগম
সর্বশেষ সংশোধন করা : 1/28/2020