খুব কম খরচে আয়রনের অভাবজনিত সমস্যার সমাধান করা যায়। অধিকাংশ আয়রন যৌগ আমাদের শরীরে অনবরত ভাঙছে এবং পুনর্ব্যবহার হচ্ছে। রক্তপাত ছাড়া খুব কম পরিমাণে এগুলি নষ্ট হয়। মহিলাদের ঋতুস্রাবের সঙ্গে প্রচুর পরিমাণ রক্ত বেরিয়ে যায়। খাদ্যের মাধ্যমে এই আয়রনের অভাব পূরণ না করলে, গুরুতর রক্তাল্পতার সমস্যা দেখা দেয়। তাই সন্তানধারণে সক্ষম প্রতিটি মহিলার উচিত প্রতি দিন অন্তত ১.৩ মিলিগ্রাম করে আরয়ন নেওয়া (ঋতুস্রাবের সময় যে পরিমাণ আয়রন বেরিয়ে যায় প্রাথমিক ভাবে তা পূরণ হয়)।
১২ থেকে ৬০ মাসের শিশুদের চিকিৎসকরা বছরে অন্তত ১০০ দিন ২০ মিগ্রা আয়রন এবং ১০ মিগ্রা ফোলেট (আইএফএ) খেতে পরামর্শ দেন। মহিলা ও শিশু উন্নয়ন দফতর পরিচালিত আরসিএইচ-২ প্রকল্পে শিশুদের আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ করা হয়। ৬ থেকে ৬০ মাস বয়সি শিশুদের বছরে ১০০ দিন ১ মিলিলিটার করে আইএফএ সিরাপ দেওয়া হয়।
প্রতি দিন হালকা গরম জলের সঙ্গে মধু মিশিয়ে খেলে রক্তাল্পতা দূর হয় এবং রক্তে লাল কণিকার সংখ্যা বাড়ে। গরম জলের সঙ্গে নিয়মিত মধু খেলে প্রাণশক্তি বাড়ে এবং কোষ পুনর্গঠনে সাহায্য করে। তবে, এক বছরের কম বয়সি শিশুদের মধু খাওয়ানো উচিত নয়।
সর্বশেষ সংশোধন করা : 6/28/2020