অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ইন্টারনেটের ইতিহাস

ইন্টারনেটের ইতিহাস

১৯৮৯ সালে ইন্টারনেট প্রযুক্তি অতি সাধারণ ভাবে শুরু হয় ইউরোপিয়ান ল্যাবোরেটরি অফ প্র্যাকটিক্যাল ফিজিক্স-এর টিম বার্ণারস লি দ্বারা। তিনি একটি নতুন ধরনের নেটওয়ার্কের কথা বলেন যাতে বিভিন্ন কম্পিউটার ফাইল পরস্পর সংযুক্ত অবস্থায় থাকবে। এই সংযোগগুলোকে বলা হয় হাইপারলিঙ্ক (Hyperlink)। এইগুলি সাধারণ লেখার আকারে দেখা যাবে কিন্তু যদি তার উপর ক্লিক করা হয়, তবে তা সংযুক্ত ফাইলটি খুলে দেবে। ১৯৯০ সালে প্রথম টেক্সট অনলি ব্রাউজার তৈরি হয়। এর মাধ্যমে এই পরস্পর সংযুক্ত ফাইলগুলো দেখাবে এবং ব্যবহারিক সুবিধা দেবে। ১৯৯০ সালেই প্রথম CERN এবং অন্যান্য গবেষণাগারে এর প্রচলন হয়। টিম বার্ণার লি (Tim Berners Lee) প্রথম HTML নামক ভাষার প্রবর্তন করেন যার দ্বারা এই সমস্ত হাইপার টেক্সটগুলো লেখা যাবে।

প্রথম দিকে এই প্রযুক্তি বিকাশ হয় খুব ধীর গতিতে। প্রথম এই প্রযুক্তি জনপ্রিয়তা পায় যখন ন্যাশনাল সেন্টার ফর সুপার কম্পিউটার অ্যাপলিকেশন (NCSA) ‘Mosaic’ নামের ব্রাউজার তৈরি করেন। Mosaic- এর বৈশিষ্ট্য হল যে, এটি শুধু অক্ষর সমগ্র হাইপার টেক্সট ছাড়াও ছবি দেখার সুযোগ নিয়ে আসে।

এর পর Netscape Communications Corporation এই Mosaic উপর নির্ভর করে তাদের ব্রাউজার তৈরি করে যা অত্যন্ত জনপ্রিয়তা পায় এবং অন্যান্য সমস্ত কোম্পানিরাও তাদের নিজস্ব ব্রাউজার নিয়ে আসে যেমন, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা ইত্যাদি।

ক্রমশ World Wide Web এর অধীনে ইন্টারনেট প্রবর্তিত হয় ব্রাউজার ছাড়াও Web Server ইত্যাদি প্রযুক্তি প্রবর্তিত হয় যার মাধ্যমে আজকের ইন্টারনেট তার আকৃতি নেয়।

সূত্র : কম্পিউটার প্রশিক্ষণ, আই আই আই এম

সর্বশেষ সংশোধন করা : 4/20/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate