অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

পলিটেকনিক, টেকনিশিয়ান ও ক্রাফ্‌টম্যান

পলিটেকনিক, টেকনিশিয়ান ও ক্রাফ্‌টম্যান

পলিটেকনিক

ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা (পলিটেকনিক)-বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিগত ক্ষেত্রে ৩ বছরের ডিপ্লোমা কোর্স। JEXPO-র মাধ্যমে ৬০ শতাংশ আসন ভর্তি করা হয়, ৩০ শতাংশ আসন মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হয়, ১০ শতাংশ আসন ভর্তি হয় উচ্চ মাধ্যমিকের ভোকেশনাল পাঠক্রম থেকে।

প্রতিষ্ঠানগুলি

  • ১. এপিসি রায় পলিটেকনিক, কলকাতা।
  • ২. এয়ার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, কৈখালি, কলকাতা।
  • ৩. বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতা।
  • ৪. ক্যালকাটা টেকনিক্যাল স্কুল।
  • ৫. সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক।
  • ৬. সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টার, বজবজ।
  • ৭. সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার, বরাহনগর, কলকাতা।
  • ৮. জে সি ঘোষ পলিটেকনিক, কলকাতা।
  • ৯. রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, বেলঘরিয়া।
  • ১০. রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি, রাজা এস সি মল্লিক রোড, কলকাতা-৭০০০৩২।
  • ১১. ওম্যানস পলিটেকনিক, কলকাতা।
  • ১২. ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফর জুনিয়র এক্সিকিউটিভ, হাওড়া।
  • ১৩. হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, হুগলি।
  • ১৪. রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির, বেলুর, হাওড়া।
  • ১৫. সরোজমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুপ্তিপাড়া, হুগলি।
  • ১৬. ওয়েস্টবেঙ্গল সার্ভে ইনস্টিটিউট, হুগলি।
  • ১৭. ওম্যানস পলিটেকনিক, চন্দননগর, হুগলি।
  • ১৮. আসানসোল পলিটেকনিক।
  • ১৯. বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, বর্ধমান।
  • ২০. হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ মাইনিং, রানিগঞ্জ, বর্ধমান।
  • ২১. কালনা পলিটেকনিক, বর্ধমান।
  • ২২. কন্যাপুর পলিটেকনিক, বর্ধমান।
  • ২৩. এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বর্ধমান।
  • ২৪. নজরুল সেন্টেনারি পলিটেকনিক, রূপনারায়ণপুর, বর্ধমান।
  • ২৫. বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, কৃষ্ণনগর, নদিয়া।

টেকনিশিয়ান ও ক্রাফ্‌টসম্যান

  • ১. টেকনিশিয়ান ও ক্র্যাফটসম্যান ট্রেনিং (আইটিআই, আইটিসি, জুনিয়র পলিটেকনিক)

    যোগ্যাতা- ১ বছর ও ২বছরের কোর্সের জন্য বয়স ১৯ বছরের কম হতে হবে। গ্রুপ ই কোর্সের জন্য অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই চলবে, গ্রুপ এম-এর জন্য দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। গ্রুপ এইচ-এর জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। গ্রুপ ই-র জন্য একটি কমন এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়। অন্য দুই গ্রুপের জন্য মেধাতালিকা অনুযায়ী নেওয়া হয়ে থাকে।

  • ২. টুল অ্যান্ড ডাই মেকিং- ৪ বছরের ডিপ্লোমা- সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার, বনহুগলি, কলকাতা। মাধ্যমিকের মেধাতালিকা অনুসারে ভর্তি নেওয়া হয়।

  • ৩. হাউজ ওয়ারিং,আর্মেচার অ্যান্ড মোটর উইন্ডিং (টেকনিশিয়ান)

    আইটিআই/আইটিসি ছাড়াও এই কোর্সগুলো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে করানো হয়ে থাকে। বিস্তারিত জানার জন্য স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ কর।

সূত্র: http://wb.gov.in/portal/WBLabour/Employment/WBLCMSPortletLabourWindow

সর্বশেষ সংশোধন করা : 6/26/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate