অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

কাঁধ

  • ৯০ ডিগ্রি কোণ করে হাত গলায় ঝুলিয়ে দিন।
  • ব্যথা কমার ওষুধ খান।
  • বরফ সেঁক দিন।
  • এক্সরে করুন।

এক্সরেতে কিছু নেই

  • গলায় ঝুলিয়ে রাখুন ৫ – ৭ দিন।
  • ব্যথা না কমা অবধি ওষুধ খান।
  • ব্যথা কমে গেলে কাঁধ এবং কনুই-এর ব্যায়াম করুন।

কাঁধের হাড় সরে গেলে

  • হাত সেট করে ইংরেজি ভি-এর মতো করে লিউকোপ্লাস্টার দিয়ে বুকের সঙ্গে বেঁধে দেওয়া হয়। থাকে তিন সপ্তাহ।
  • প্রয়োজনে ব্যথার ওষুধ খান।
  • তিন সপ্তাহ পরে ব্যায়াম শুরু করুন। প্রথম দিকে হাত দোলানো, ঘোরানো, আস্তে আস্তে উপর নীচ করা। পরে হাত উপর নীচ করে ধীরে ধরে বৃত্তাকারে ঘোরানো।
  • কাঁধের এই হাড় মূলত মাংসপেশির চাপে সকেটে আটকে থাকে। মাসংপেশি দুর্বল হয়ে গেলে সামান্য কারণেই হাড় আবার সরে যেতে পারে। ৩ – ৪ বার এ রকম হলে অপারেশন করতে হয়।

একাধিক বার কাঁধের হাড় সরে গেলে —

  • বাসের উপরের হাতল না ধরে সামনের বা পাশের হাতল ধরুন।
  • সাঁতার, ফাস্ট বোলিং, বর্শা, শটপাট বা ভারী খেলাধূলা বাদ দিন।

কাঁধের হাড় ভেঙে গেলে

  • দু’ টুকরো হলে হাত গলায় ঝুলিয়ে রাখুন ৩ – ৪ সপ্তাহ।
  • দরকারমতো ব্যথা কমার ওষুধ খান।
  • ৩ – ৪ সপ্তাহ পর থেকে আস্তে আস্তে কাঁধের ব্যায়াম করুন।
  • হাড় অনেক টুকরো হলে অপারেশন করতে হয়। ভালো ফল হয় না সব সময়।

সর্বশেষ সংশোধন করা : 6/26/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate