অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

হাঁটু

হাঁটু ফুলে গেছে, ব্যথা হচ্ছে, পা নাড়ানো যাচ্ছে না এরকম হলে —

  • চট পট ব্যথা কমার ওষুধ খান।
  • বরফ সেঁক দিন।
  • ভালো করে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে পা একটু উঁচুতে তুলে রাখুন।
  • এক্সরে করান।

মামুলি চোটে

  • ৬ ইঞ্চি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখুন ৩ – ৪ সপ্তাহ। লিগামেন্ট বেশি জখম হলে বা ছোটখাটো ভাঙায় থাই থেকে গোড়ালি পর্যন্ত প্লাস্টার করতে হতে পারে।
  • পা সোজা রেখে থাইয়ের মাংসপেশি পর্যায়ক্রমে শক্ত–ঢিলে করুন। পায়ের আঙুল নাড়াচাড়া করুন। দিনে বেশ কয়েক বার।
  • শোওয়া-বসার সময় পা উঁচুতে তুলে রাখুন।

লিগামেন্ট বা কার্টিলেজের ক্ষতি হলে

  • পরীক্ষা করলেই বোঝা যায়। কিছু ক্ষেত্রে এম আর আই স্ক্যান করতে হতে পারে।
  • ক্ষতিগ্রস্ত লিগামেন্ট, কার্টিলেজ সারানো হয় হাঁটু ফুটো করে আর্থোস্কোপিক পদ্ধতি।
  • দু-তিন দিনে ক্র্যাচ নিয়ে হাঁটা যায়। লিগামেন্ট–এ চোট হল প্রায় দু-তিন সপ্তাহ লাগে।
  • প্রয়োজনে ব্যথার ওষুধ খেতে হয়।
  • নি-ক্যাপ পরে থাকতে হয় কিছু দিন।
  • ব্যথা কমলে থাইয়ের ব্যায়াম । পা সোজা রেখে থাই শক্ত-ঢিলে করা, পায়ের পাতায় ওজন চাপিয়ে পা ওঠা নামা করা।
  • প্রথম দিকে হাঁটাচলা করেত হয় নি-ক্যাপ পরে।

ভাঙলে

  • চিড় ধরলে ছ’ সপ্তাহের জন্য থাই থেকে গোড়ালি পর্যন্ত প্লাস্টার।
  • শুয়ে-বসে থাকা।
  • ফোলা, ব্যথা কমে গেলে ৩ – ৪ দিন পর ক্র্যাচ নিয়ে অল্পস্বল্প হাঁটা যেতে পারে।
  • দেড় থেকে তিন মাসের মধ্যে অবস্থা স্বাভাবিক হয়ে যায়।
  • মালাইচাকি ভেঙে গেলে তার দিয়ে জুড়ে দু-এক সপ্তাহ প্লাস্টার করে রাখতে হয়। টেনশন ব্যান্ড ওয়ারিং অপারশেনে অনেক সময় প্লাস্টার লাগে না।
  • প্লাস্টার না করলে দু-তিনদিন পর থেকে হাঁটু ভাজ করা যায়।
  • পায়ে কম চাপ দিয়ে হাঁটা যায়।
  • ৭ – ১০ দিন পর সেলাই কাটা হয়।
  • মালাইচাকি টুকরো টুকরো হয়ে গেলে পুরো বাদ দিতে হতে পারে। তারপর ৪ সপ্তাহের জন্য স্টাইলিং।
  • প্লাস্টার থাকাকালীন লাঠিতে ভর দিয়ে হাঁটতে পারবেন।
  • প্লাস্টার কাটার পর হাঁটুর ব্যায়াম শুরু করতে হবে।
  • হাঁটাচলা স্বাভাবিক হয়ে যাবে। ভারী খেলাধুলোয় অসুবিধে হতে পারে।

সর্বশেষ সংশোধন করা : 7/9/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate