অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

প্রশ্নাবলি ৭

প্রশ্নাবলি ৭

একটিও টিকা দেওয়া হয়নি এমন ৯ মাস বয়সি শিশুকে যদি টিকা দেওয়ার জন্য আনা হয় তবে তাকে একই দিনে সব টিকা দেওয়া যেতে পারে?

হ্যাঁ, সব টিকা একই সময় কিন্তু পৃথক সিরিঞ্জ ব্যবহার করে বিভিন্ন এলাকায় ইনজেক্ট করা যেতে পারে। একটিও টিকা দেওয়া হয়নি এমন ৯ মাস বয়সি শিশুকে একই সময়ে বিসিজি, ডিপিটি, হেপাটাইটিস বি, ওপিভি ও হাম টিকা এবং ভিটামিন এ দেওয়া নিরাপদ এবং কার্যকর।

মা/শুশ্রুষাকারী যদি ৯ মাস বয়সি শিশুকে মাত্র একটি টিকা দিতে অনুমতি দেন তা হলে কোন টিকা দেওয়া উচিত?

৯মাস বয়সে, অগ্রাধিকারের ভিত্তিতে ওপিভি ও ভিটামিন-এ নিয়ে হাম ভ্যাকসিন দিতে হয়।

১-২ বছরের মধ্যে একটি শিশুকে কোন টিকা দেওয়া যেতে পারে, যার একবারও টিকা নেওয়া হয়নি?

সেই শিশুকে ডিপিটি১, ওপিভি১, হাম এবং ভিটামিন এ-র ২ মিলি করে দেওয়া উচিত। এর পরে বয়স ২ বছর পর্যন্ত এক মাস অন্তর ডিপিটি এবং ওপিভি এর দ্বিতীয় এবং তৃতীয় ডোজ দেওয়া উচিত। বুসটার ডোজ ওপিভি৩ / ডিপিটি৩ দেওয়ার কমপক্ষে ৬ মাস পর দেওয়া উচিত।

ভিটামিন-এ অভাবের ক্লিনিকাল লক্ষণ সহ শিশুদের জন্য চিকিৎসার সারণি কী?

রোগ নির্ণয়ের পর অবিলম্বে ২00,000 আইইউ ভিটামিন –এ, ১-৪ সপ্তাহ পরে ভিটামিন এ ২00,000 আইইউ।

ভিটামিন এ-এর বোতল খোলা হয়ে যাওয়ার পর তা স্টোরেজের জন্য কী কী নির্দেশিকা রয়েছে?

ভিটামিন এ বোতলটি সরাসরি সূর্যালোকে রাখা যাবে না এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত ব্যবহার করা যাবে।

সূত্র: Indian Academy of Pediatrics, National Institute of Health and Family Welfare

সংশ্লিষ্ট সংযোগ

  1. AP Guide book on Immunization 2009-2011
  2. Immunization Handbook for Health Workers
  3. Routine Immunization Handbook for Medical Officers
  4. E-course on Immunization for Health Managers

সর্বশেষ সংশোধন করা : 11/23/2019



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate