১৮ বছরের নীচে সকলের জন্য এই সনদে বর্ণিত সব অধিকার প্রযোজ্য।
জাতি, ধর্ম, সামর্থ্য সম্পর্কে যে যা-ই ভাবুন বা বলুন, যে পরিবার থেকেই হোন, এই সনদ সকলের জন্য প্রযোজ্য।
শিশুদের সঙ্গে সংশ্লিষ্ট সব সংগঠনের উচিত শিশুদের সব চাইতে ভালোর জন্য কাজ করা।
প্রতিটি শিশুর অধিকার পূরণে যতটা করা দরকার ততটা সরকারকে করতে হবে।
প্রতিটি শিশুর জীবনের অধিকার রয়েছে। তারা যাতে বাঁচতে পারে এবং ভালো ভাবে বেড়ে উঠতে পারে তার জন্য সরকারকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
শিশুদের ব্যাপারে যখন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সে ব্যাপারে বলার ও মত প্রকাশের অধিকার শিশুর রয়েছে।
সর্বশেষ সংশোধন করা : 6/26/2020
লক্ষ্যগুলি কী, ব্যাখ্যা করা হয়েছে এখানে।
কেন শিশুদের দিকে বিশেষ নজর দেওয়া দরকার জানানো হয়েছ...
শিশুরও স্বাধীনতা আছে। আছে নিজের ভাব প্রকাশের অধিকা...