অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

খাতায়, ক্লাসে ও বাইরে : ভর্তি, উপস্থিতি ও স্কুলছুট

খাতায়, ক্লাসে ও বাইরে : ভর্তি, উপস্থিতি ও স্কুলছুট

  • অনিয়মিত উপস্থিতি থেকে স্কুলছুট
  • অনিয়মিত উপস্থিতি যে শেষ পর্যন্ত বহু ক্ষেত্রেই স্কুলছুটের কারণ হয়ে দাঁড়ায় তা বহু শিক্ষকই বলেছেন।

  • অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
  • শিক্ষক যে শিক্ষা সুনিশ্চিত করা নিয়ে চিন্তিত, এটা একটা অগ্রগতির লক্ষণ।

  • অভিভাবকদের সঙ্গে সম্পর্ক স্থাপন
  • অভিভাবকদের সঙ্গে সম্পর্ক স্থাপন প্রাথমিক শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • অভিভাবকদের সচেতনতা
  • শিশুর বিদ্যালয়ে অনুপস্থিতির ক্ষেত্রে শিক্ষকরা অভিভাবকদের সচেতনতাকেই দায়ী করেছেন।

  • আর্থ-সামাজিক অবস্থা
  • সমস্যার সমাধান শিক্ষকরা বহু ক্ষেত্রেই আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের মধ্যেই দেখছেন।

  • কমেছে বিদ্যালয়-ছুটের সংখ্যাও
  • শিশুদের মধ্যে খুব কম শিশুই প্রাথমিক স্তরে বিদ্যালয়-ছুট হয়ে পড়ছে।

  • কিছু আনুষঙ্গিক সমস্যা
  • বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা, কাছাকাছি শিশু শিক্ষা কেন্দ্র থাকা, জন্মের হার কমা ইত্যাদি নানা সমস্যাও রয়েছে।

  • চাই ছাত্রছাত্রীর নিয়মিত উপস্থিতি
  • নিয়মিত উপস্থিতি ছাড়া যে পঠনপাঠন এগোতে পারে না, তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে শিক্ষকদের।

  • চাই সুষ্ঠু সরকারি ব্যবস্থাপনাও
  • শিক্ষকের প্রণোদনার সঙ্গে পরিকাঠামোগত ব্যবস্থার একটা বড় ভূমিকা রয়েছে।

  • পেশা বড় বাধা
  • এ প্রশ্নে স্থায়ী সমাধানের পথ খোঁজা না হলে এই পরিবারের শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আসার সম্ভাবনাটি এক প্রকার অলীক কল্পনা হয়ে থাকবে।

  • বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য উদ্বেগ
  • প্রাইভেট ভাল না খারাপ সেই বিতর্কের চেয়ে জরুরি হল সরকারি স্কুলগুলোতে যে পঠনপাঠন হওয়া উচিত সেটা নিশ্চিত করা।

  • মিড ডে মিল-এর ভূমিকা
  • শনিবারে উপস্থিত কম হওয়ার কারণ ঐ দিন মিড ডে মিল চালু না থাকা।

  • রাস্তাঘাটের দুরবস্থা, দূরত্ব ইত্যাদি
  • রয়েছে আরও সমস্যা। যেমন, রাস্তাঘাটের দুরবস্থা, স্কুল থেকে বাড়ির দূরত্ব ইত্যাদি।

  • শিক্ষকদের ব্যক্তিগত উদ্যোগ
  • শিশুদের উপস্থিতি বাড়ানোর জন্য শিক্ষকরা নিজেদেরকে প্রণোদনার চরম উচ্চতায় নিয়ে যান।

  • শিশুভর্তির ক্ষেত্রে সাফল্য
  • শিশুভর্তির ক্ষেত্রে পশ্চিমবাংলায় সত্যিই বিরাট সাফল্য অর্জন করা গেছে, এটা নিশ্চিত করেই বলা যায়।

  • শিশুশ্রম, নাবালিকা বিয়ে, দেশান্তর
  • স্কুলছুট কেন ? অনেকে শিশুশ্রম, নাবালিকা বিয়ে, দেশান্তর আর ভাষার সমস্যাকে এর জন্য দায়ী করেছেন।

  • শিশুশ্রম, ভাষা সমস্যা ও অপুষ্টি
  • শিক্ষকদের অভিজ্ঞতা থেকে উঠে এসেছে আরও কিছু সমস্যার কথা। এর মধ্যে রয়েছে শিশুশ্রম, ছাত্রছাত্রী ও শিক্ষকের মধ্যে ভাষার দূরত্ব এবং শিশুর অপুষ্টি।

  • সমস্যা অনুপস্থিতির
  • অনুপস্থিতির প্রশ্নটি এখনও গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন আছে।

  • সাফল্য এসেছে, সমস্যাও আছে
  • বিভিন্ন পক্ষের উদ্যোগের ফলে পশ্চিমবাংলায় আজ সকল শিশু বিদ্যালয়ে ভর্তি হচ্ছে। কিন্তু একটা অংশের বিদ্যালয়ে অনিয়মিত আসার সমস্যা এখনও আছে।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate